এক ঝলকে
গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার এক দুষ্কৃতী

নিউজ ডেস্ক,হাবড়া: গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার এক দুষ্কৃতী।রয়েছে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উত্তর ২৪ পরগনা হাবড়ার বিড়া লক্ষীপুল এলাকায়।ধৃতের নাম শেখ সাবীর আলী।ধৃতের বিরুদ্ধে এলাকায় চুরি ছিনতাইয়ের অভিযোগও রয়েছে।
অভিযোগ, রবিবার রাত দেড়টা নাগাদ এলাকায় ওই দুষ্কৃতী পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায়।পুলিশ গিয়ে বছর আঠারোর ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে।
সোমবার ওই দুষ্কৃতীকে পেশ করা হয় বারাসত আদালতে।সেখানে পুলিশি হেফাজতে নিতে পুলিশ আবেদন জানায়।কি কারনে ওই যুবক বন্দুক নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp