
জলপাইগুড়ি ঃ জাতীয় সড়ক পার হবার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাথমিক স্কুল পড়ুয়া এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগান সংলগ্ন ৩১ সি নং জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ স্কুল পড়ুয়াটি রাস্তা পার হচ্ছিল তখনই দ্রুতগতিতে আসা পিকআপ ভ্যানটি শিশুটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। যেহেতু জাতীয় সড়কের পাশে স্কুল তাই স্কুলের দিনগুলোতে ছোট ছোট কচিকাঁচা পড়ুয়াদের জীবন হাতে নিয়ে এই ভাবেই রাস্তা পারাপার করতে হয়| এর আগেও এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে| উল্লেখ্য, আইন অনুযায়ী একটি বিদ্যালয়ের সামনে গাড়ির গতিবেগ কম হওয়া উচিত | কিন্তু বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বড় বড় গাড়িগুলির গতিবেগ থাকে যথেষ্ট বেশি, মানা হয়না কোন ট্রাফিক আইন। অভিভাবকদের দীর্ঘদিন ধরে অভিযোগ স্কুলের সামনে রাস্তায় মোতায়েন করা হোক ট্রাফিক পুলিশ তাহলে দুর্ঘটনা কমতে পারে | ঘটনাস্থলে বানারহাট থানার আইসি সমীর দেওসা এর নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে ঘটনাস্থলে থাকা ছাত্রের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো ব্যবস্থা করে এবং স্কুলের সামনে ট্রাফিক পুলিশ মোতায়ন করা হবে বিক্ষোভকারীদের এই আশ্বাস দিয়ে তাদের ক্ষোভ প্রশমিত করে পুলিশ| বিক্ষোভকারীরা আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন| তবে অনেকক্ষণ অবরোধের জন্য 31 সি নং জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় |সারি বেঁধে যানজটে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেক গাড়িকে| পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ উঠে গেলে তখন গাড়ি চলাচল স্বাভাবিক হয়।