এক ঝলকেদক্ষিণবঙ্গহাওড়া
গাঁজাসহ গ্রেপ্তার ৩ অভিযুক্ত

হাওড়া: গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধুলাগর টোল প্লাজায় ১০৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একটি নারকেল বোঝাই ট্রাকে করে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে চৈতন্য হরিজন ওড়িশা, ধর্মেন্দ্র দাস ও উপেন্দ্র রায় দুজনেই বিহারের বাসিন্দা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp