গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ভারতে, বিশ্বে তৃতীয় ভারত

ফের লকডাউন পশ্চিমবঙ্গে। তবে এবার কেবলমাত্র কন্টেনমেন্ট জোন গুলিতেই। বর্তমানে রাজ্যে মোট কন্টেনমেন্ট এলাকার সংখ্যা প্রায় ৩২৪ টি। ৮ই জুন, বন্ধ থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে এবং জনজীবনকে কিছুটা স্বাভাবিক করতে গোটা ভারতবর্ষে শুরু হয়েছিল আনলকড ওয়ান। কিন্তু তাতে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পায়৷ বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লক্ষ। গোটা পৃথিবীতে ভারতবর্ষ আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে। সমীক্ষক দের মতে ভারতে প্রতি ১০ লাখ জনসংখ্যার ৫৩৮ জন সংক্রমিত।এই হার বিশ্বে সর্বনিম্ন৷ দুনিয়ায় এই হার ১,৪৫৩। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশে মৃত্যুর হারও (প্রতি দশ লাখে ১৫ জন) বিশ্বে সর্বনিম্ন৷ সারা বিশ্বে এই হার ৬৮.৭৷ দেশে ক্রমেই বাড়ছে আক্রান্তের সুস্থতার হার (৬২.১%)৷ পাল্লা দিয়ে বাড়ছে অ্যাক্টিভ রোগীর (২,৬৯,৭৮৯) সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর (৪,৭৬,৩৭৭) ব্যবধান৷ আশঙ্কার খবর, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫০৬, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এরাজ্যে অবশ্য এই সংখ্যা ১০৮৮ জন। রাজ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৭ জন। এখনও পর্যন্ত এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার। গোটা দেশে পশ্চিমবঙ্গের অবস্থান ১২। ফলে গোটা দেশে সুস্থতার পাশাপাশি লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের হার। তাই আবারও লকডাউন। বিশেষজ্ঞের মতে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও মানুষের সচেতনতা না থাকলে ভবিষ্যতে আরও ভয়াবহ হয়ে উঠবে মারণ ব্যাধি করোনা।