গঙ্গারামপুরে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক গ্রেপ্তার

গঙ্গারামপুর: আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ।শুক্রবার রাতে গঙ্গারামপুরে কিষান মান্ডি এলাকায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। গঙ্গারামপুরে কিষান মান্ডি এলাকায় থেকে মহম্মদ আশিক ও জয়নাল আবেদীকে গ্রেপ্তার করে পুলিশ | মহম্মদ আশিক (২০) বাড়ি মালদা জেলার মানিকচক থানার কুমরি এলাকায় এবং অপর অভিযুক্ত জয়নাল আবেদী (৩০) বাড়ি গঙ্গারামপুর থানার নেহেম্বা এলাকায়।
জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালায়, মেলে সাফল্য | তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পাইপগান এক রাউন্ড কার্তুজ সহ ২টি চোরাই বাইক ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। শনিবার ধৃতদের ৭দিনের পুলিশি হেফাজতে চেয়ে গঙ্গারামপুর আদালতে পাঠানো হয়।পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
এবিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানান, শুত্রুবার রাতে গঙ্গারামপুরে কিষান মান্ডি এলাকাতে বেআইনী ভাবে আগ্নেয়াস্ত্র কেনাবেচার গোপন সূত্রে খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একটি পুলিশের দল। সেখানে আগ্নেয়াস্ত্র কেনা বেচার সময় তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পাইপগান এক রাউন্ড কার্তুজ সহ ২টি চোরাই বাইক ও নগদ ৪হাজার টাকা উদ্ধার হয়।এই ঘটনা সাথে কারা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের গঙ্গারামপুর আদালতে পাঠানো হয়েছে।