উঃ ২৪ পরগনাএক ঝলকেদক্ষিণবঙ্গ
খুলতে চলেছে দক্ষিনেশ্বর মন্দির। মান্যতা ব্যারাকপুর কমিশনারেটের

সর্বসাধারণের জন্যে খুলতে চলেছে দক্ষিনেশ্বর মন্দিরের দরজা। অবশেষে মন্দির কমিটির বিজ্ঞপ্তিকে মান্যতা দিল ব্যারাকপুর কমিশনারেট। আগামী তেরো তারিখ, শনিবার থেকে মন্দিরের মূল ফাটক সকলের জন্য খুলে দেওয়া হবে। এ বিষয়ে মান্যতা দিয়ে ব্যারাকপুর কমিশনারেট থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মন্দিরে নিজস্ব সুরক্ষা কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ব্যারাকপুর পুলিশের কর্মীরা। বিজ্ঞপ্তিতে কমিশনারেট থেকে আশ্বাস দেওয়া হয় যে দর্শনার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য তাদের তরফে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে। একদিন আগেই মন্দির কমিটির তরফে প্রকাশ করা হয়েছিল বিশেষ বিজ্ঞপ্তি। যেখানে ছিল দর্শণার্থীদের মন্দিরে প্রবেশের জন্য বেশকিছু নিয়মাবিধি। শেষ পর্যন্ত সেই নিয়ম পালনের জন্য মন্দির কমিটির বিজ্ঞপ্তিকে মান্যতা দিল ব্যারাকপুর কমিশনারেট।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp