
কোচবিহার:কোতোয়ালি থানা এবং ভারতী সংঘের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বুধবার ১৫০ জন মানুষের হাতে সবজি তুলে দিলেন থানার আইসি সৌমজিৎ রায়। বাচ্চাদের জন্য দুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেন তিনি।প্রচুর মানুষ যারা এই লকডাউনের সময় কর্মহীন, তাদের সাহাযার্থে এই উদ্যোগ বলে জানান আইসি।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp