এক ঝলকেকলকাতাকলকাতা পুলিশদক্ষিণবঙ্গ
ক্যানিং স্ট্রিটের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন

সকালবেলা দাউদাউ করে জ্বলছে ক্যানিং স্ট্রিট বহুতল। বহুতলের চার তলায় একটি প্লাস্টিকের গুদামে প্রথমে আগুন লাগে। সেই আগুন ধীরে ধীরে বাড়তে থাকে এবং অন্যান্য ফ্লোরেও পৌঁছে যায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। এলাকার মানুষ এবং দমকলে সহযোগীতায় চলছে আগুন নেভানোর কাজ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। কি কারণে আগুন লাগল সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp