কোম্পানির নাম খোদাই করা ধাতু সহ ২৫ হাজার টাকা উদ্ধার, তদন্তে ভাঙ্গড় থানার পুলিশ
সোনার বাট, বুদ্ধমূর্তি,নগদ ২৫ হাজার টাকা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা দুষ্প্রাপ্য ধাতু উদ্ধার করল ভাঙ্গড় থানার পুলিশ। একটি অভিযোগের ভিত্তিতে ভাঙ্গড়ের পদ্মপুকুর গ্রাম থেকে রেজ্জাক মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ধাতু গুলি উদ্ধার করে ভাঙড় থানার পুলিশ. সূত্রের খবর, পূর্ব বর্ধমানের সাহাপুরের জামাল উদ্দিন মোল্লা বৃহস্পতিবার ভাঙড়ে আসেন সোনা কিনতে। ভাঙড়ের বাসিন্দা মোস্তাফিজুর সর্দার নামের এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে অল্প টাকায় বেশি সোনা কিনতে জামাল উদ্দিন পদ্মপুকুরে রাজ্জাক মোল্লার বাড়িতে যান. সেখানে ব্যাগ ভর্তি টাকা দেখে মোস্তাফিজুরের পরিচিত রেজ্জাক মোল্লা ও আজগার মোল্লা সেই টাকা জোর করে ছিনিয়ে নেয় বলে ভাঙ্গড় থানায় অভিযোগ দায়ের করেন জামাল উদ্দিন মোল্লা। তাদের কাছে চার লক্ষ নবাগত পুলিশ সুপারকে স্বাগতম জানালো আসামের কাছাড় জেলার হিন্দু জাগরণ মঞ্চ।