
করোনা আবহের মাঝেই বন্দুক সহ গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার ১৮ নম্বর ওয়ার্ডের পাটাকুড়া রাণী বাগান সংলগ্ন এলাকায়। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ওই এলাকায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই একটি পাইপগান সহ একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম অরুন দাস। ওই ব্যক্তি কোচবিহার শহরের পাটাকুড়া রানীবাগান সংলগ্ন এলাকার বাসিন্দা। এদিন ধৃত ব্যক্তি ফাঁসিরঘাট এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায়, কয়েকজন পুলিশকে খবর দেন। সেই খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তির আরও অনেক মামলার সঙ্গে যোগ সুত্র পাওয়া গেছে বলে পুলিশ সূত্রের খবর।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp