
কোচবিহারে একধাক্কায় ৩৭ জনের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ল রবিবার সকালে।এদের মধ্যে ১৭ জন রয়েছেন কোচবিহার পলিটেকনিক কলেজের কোয়ারেন্টাইন হোমে।সেইখানে কোনরকম উত্তেজনা যাতে না হয় তার ব্যবস্থা গ্রহণ করেছে কোচবিহার জেলা পুলিশ। কোচবিহার কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কোয়ারেন্টাইন হোমের বাইরে। ইতিমধ্যেই হোম এর ভিতরে বিক্ষোভ শুরু হয়েছে। তা মোকাবেলা করছে জেলা পুলিশের টিম। উপস্থিত আছেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp