এক ঝলকে
কাশ্মীরে অনুষ্ঠিত হলো এক প্রশাসনিক বৈঠক

জম্মু-কাশ্মীর: আইপিএস শ্রী এ.কে.চৌধুরী, জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ক্যাম্প অফিসে কমান্ড্যান্টদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে নাকা মোতায়েন, কোভিড -১৯ এবং অন্যান্য প্রশাসনিক বিষয় করা ছাড়াও আইনশৃঙ্খলা ও জওয়ানদের কল্যাণ সম্পর্কে আলোচনা হয়। এই সভায় এডিজিপি আর্মড ফোর্স, করোনা ভাইরাসের বিরুদ্ধে কর্মরত পুলিশ এবং অন্যান্য সংস্থার ভূমিকার প্রশংসা করেন। তবে তিনি সরকার কর্তৃক জারি করা নির্দেশাবলী মেনে চলা এবং জওয়ানদের সামাজিক দূরত্ব বজায় রাখার এবং মাস্ক পরার বিষয়ে জোর দেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp