KOLKATA WEATHER
এক ঝলকেকলকাতাকলকাতা পুলিশদক্ষিণবঙ্গ

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার জেএমবি নেতা আব্দুল করিম

বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম চক্রি ছিল এই আব্দুলকারিম। বুদ্ধগয়ায় যে আইইডি বিস্ফোরণ ঘটেছিল তা সরবরাহ করেছিল জেএমবির অন্যতম এই মাথা। ২০১৮ সালে জানুয়ারি মাসে ওই বিস্ফোরণের ঘটনায় তদন্তভার নেওয়ার পরই আব্দুল করিমের বাড়িতে হানা দিয়েছিল এসটিএফের গোয়েন্দারা। ভারতে জেএমবির তিন শীর্ষ নেতার মধ্যে একজন হল ধৃত জঙ্গি।।জেএমবি জঙ্গি সংগঠনের ধুলিয়ান মডেলের মাথা ছিল আব্দুল করিম। এ রাজ্যে ধুলিয়ানকেই সামনে রেখে তারা সংগঠনের বিস্তার ঘটাতে চেয়েছিল। প্রায় দু’বছর ধরে গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এই জামাত জঙ্গি। গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়ার জন্য সে তার বেশভূষাই বেশ কিছু পরিবর্তন এনেছিল। পাল্টে ফেলেছিল তার আগের চেহারা। কিন্তু তা সত্বেও রক্ষা হলো না।বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। বোধগয়া বিস্ফোরণের তদন্তভার যবে থেকে এস পি এফ এর হাতে এসেছে তারপর একাধিক জঙ্গি নেতা গ্রেপ্তার হয়েছে এসটিএফ এবং এনআইএর গোয়েন্দাদের হাতে, যার ফলে কার্যত সংগঠনটির কোমর ভেঙে পড়েছিল। নিজেকে বাঁচাতে চেহারা পরিবর্তনের পাশাপাশি একাধিকবার নিজের থাকার জায়গা পরিবর্তন করেছিল আব্দুল কারিম। কখনো বিহার, কখনো ঝারখান্ড, কখনো এরাজ্যের বিভিন্ন জায়গায় নিজের ডেরা তৈরি করতে ঘুরে বেরিয়ে ছিল। জেএমবির শীর্ষ নেতা সালাউদ্দিনের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ ছিল। তাকেও বেশ কয়েকবার রাজ্যে থাকার আস্তানা করে দিয়েছে এই আব্দুল কারিম।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close