KOLKATA WEATHER
এক ঝলকেকলকাতা

কলকাতা পুলিশের “মাস্ক পড়ো কলকাতা” প্রচারে অভিনেতা দেব

 

কলকাতা :করোনা পরিস্থিতিতে কলকাতা পুলিশের “মাস্ক পড়ো কলকাতা” এই মহান উদ্যোগে শামিল হয়েছেন তৃণমূল সাংসদ ,অভিনেতা দেব।করোনা পরিস্থিতিতে মাস্ক উঠেছে সকলের মুখে। মাস্ক ছাড়া একমুহূর্ত বেরোনো সম্ভব নয়। মাস্ক ব্যবহার যে কতটা জরুরি সেই সম্পরকে শহরবাসীকে সচেতন করতেই কলকাতা পুলিশের নয়া উদ্যোগ ‘মাস্ক পরুন, করোনা দূর করুন’- মাস্ক আপ কলকাতা।

সম্প্রতি তাদের এই ‘মাস্ক আপ কলকাতা’ প্রচার কর্মসূচীর সূচনা করছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। কলকাতার সমস্ত থানা এবং পুলিশ বিভাগের তরফে পথেঘাটে চলছে এর প্রচার।
ইতিমধ্যে কলকাতা পুলিশের এই মহান উদ্যোগ ‘মাস্ক পরুন করোনা দূর করুন’- মাস্ক আপ কলকাতা, ট্যাবলো গাড়ী মারফৎ শহরের বিভিন্ন প্রান্তে পৌছে গেছে। আর এই বিশেষ ট্যাবলোর মাধ্যমেই শহরবাসীকে মাস্ক পরার প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে।
মারণ ভাইরাস রুখতে সোস্যাল মিডিয়াতে সচেতনার প্রচার করলেন সাংসদ অভিনেতা দেব। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের মাস্ক পরে ছবি পোস্ট করেছেন দেব। এ ছাড়া সেখানে সচেতনতার বার্তাও দিয়েছেন বাংলা ছবির তারকা অভিনেতা দেব । পোস্টে নিজের ছবির পাশাপাশি একটি ক্যাপশনও দিয়েছেন দেব। ক্যাপশনে তিনি লিখেছেন,’বাইরে বেরলে মাস্ক পরছেন তো? ভুলবেন না, করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাস্ক আমাদের অন্যতম হাতিয়ার।কলকাতা পুলিশ সম্প্রতি যে ‘মাস্ক আপ কলকাতা’ প্রচার শুরু করেছে,তাতে শরিক হোন। মনে রাখুন, বাইরে বেরোলে মাস্ক মাস্ট। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।এই করোনা সঙ্কট পরিস্থিতিতে এর আগে সমানে বিপদগ্রস্ত ও দুঃস্থদের সাহায্যেও বারবার এগিয়ে এসেছেন সাংসদ অভিনেতা দেব। কোভিড চিকিৎসায় হাসপাতালে বেড পাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। দুইদিন আগেই এহেন পরিস্থিতির শিকার হয়েছিলেন যাদবপুরের এক বাসিন্দা। সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই রাতারাতি ছড়িয়ে পড়েছিল। সেই খবর নজরে পড়তেই ত্রাতার ভূমিকায় ছিলেন অভিনেতা দেব।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close