এক ঝলকেকলকাতাকলকাতা পুলিশদক্ষিণবঙ্গ
কলকাতার কনটেনমেন্ট এলাকা ঘুরে দেখলেন নগরপাল অনুজ শর্মা

কলকাতা : আজ সকাল থেকেই কলকাতার পঁচিশটি কনটেনমেন্ট এলাকায় পুলিশি সুরক্ষা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি এলাকার প্রবেশপথ গুলো বন্ধ করে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ব্যবস্থাপনা সঠিক হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কলকাতার পথে নামেন স্বয়ং নগরপাল অনুজ শর্মা I তিনি উত্তর কলকাতার সমস্ত কনটেনমেন্ট এলাকায় গিয়ে খতিয়ে দেখলেন পুলিশি ব্যবস্থা ও সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের বেশ কিছু নির্দেশও দেন I করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গ সরকার পুনরায় রাজ্যে লকডাউনের নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা সঠিকভাবে পালনের এবার রাস্তায় নেমে পড়েছে সকল পুলিশ বাহিনী। ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মী সকলে মিলেই এই করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp