এক ঝলকেদক্ষিণবঙ্গবাকুড়া
করোনা সচেতনতায় বাঁকুড়া বাজার পরিদর্শনে পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ করোনা নিয়ে মানুষকে সচেতন করতে প্রশাসন পুরোপুরি সক্রিয় রয়েছে। বুধবার এই লক্ষ্যে বাঁকুড়া জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও এখানকার পুরো বাজার চত্বর ঘুরে দেখলেন এবং মানুষকে সচেতন করলেন। সামাজিক দূরত্ব বজায় রাখা,মাস্ক ব্যবহার করা এবং স্যানিটাইজার বা সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত পরিস্কার করার কথাও স্মরণ করিয়ে তিনি এখানকার মানুষদের সচেতন করার চেষ্টা করেন। তাঁর এই সফর ছিল মূলত সচেতনতা বৃদ্ধির জন্যই।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp