
জলপাইগুড়িঃ করোনা ভাইরাসকে আটকাতে প্রতিদিনের মত আজকেও সচেতনতামূলক অনুষ্ঠান করল ধুপগুড়ি থানার আই.সি. সুবির কর্মকার। এদিন পুলিশের উদ্যোগে দক্ষিনায়ন ক্লাব ও উত্তরায়ন ক্লাবে করোনা সচেতনতামূলক শিবিরটির আয়োজন করা হয়েছে। অবশ্যই মুখে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রেখে করা হয়েছে এই অনুষ্ঠান।অনুষ্ঠানে মূল আলোচনা ছিল হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় যাতে কেউ ভুয়ো খবর প্রচার না করা হয় তা নিয়ে বোঝান আইসি সাহেব। এমনকি বাসিন্দাদের প্রতি আবেদন জানান এই মারণ ভাইরাস কে আটকাতে যাতে সকলে মাস্ক পড়েন ও সামাজিক দুরত্ব বজায় রাখে।এমনকি প্রয়োজনে বারে বারে সাবান দিয়ে হাত ধোয়া অথবা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে জীবাণু মুক্ত করার কথাও বলা হয় বাসিন্দাদের। পুলিশের এইরকম করোনা সচেতনতামূলক শিবিরের উদ্যোগকে ধন্যবাদ জানান স্থানীয় বাসিন্দারা|
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp