করোনা সংক্রমণ রুখতে শীর্ষ কর্তাদের সাথে আলোচনায় বীরভূম জেলা পুলিশ*

পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতেই বেড়েছে করোনা সংক্রমণের সংখ্যা। তাই গ্রামাঞ্চলে নজরদারি বাড়াতে জেলার প্রতিটি ব্লকে কমিটি গঠন করল জেলা প্রশাসন। শুধু তাই নয় নজরদারির জন্য জেলার প্রতিটি পঞ্চায়েত এলাকায় দুটি বাইকে চারজন সিভিক ভলেন্টিয়ার এলাকায় ঘুরবেন। সঙ্গে থাকবেন আশা কর্মীরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ব্লকের বিডিও, বিএমওএইচ, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ওসি কিম্বা আইসিদের নিয়ে ওই চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিউড়ির ডিআরডিসি হলে সেই নিয়ে একটি বৈঠকও করা হয় ।
ঘটনা হল, করোনা সংক্রমণ শুরু হওয়ার প্রথম থেকেই গ্রামাঞ্চলের তৃণমূল স্তরের খবর সংগ্রহ করার জন্য পুলিশের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আশা কর্মীদের ব্যবহার করা হয়েছিল। এবার সেই প্রক্রিয়া আরও মজবুত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ব্লক স্তরের কমিটি গঠন করা হয়। যেখানে এই সবাই এদিন উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের দুই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও ডক্টর আশিস ব্যানার্জি।এছাড়া ও উপস্থিত ছিলেন। জেলাশাসক মৌমিতা গদারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা, সহকারি সভাধিপতি নন্দেশ্বর মন্ডল ,সরকারি বিভিন্ন আধিকারিকরা।