
করোনা সংক্রমণ মোকাবিলায় এবার মালদা কালিয়াচক থানা চত্বরে বসলো অলবডি স্যানিটাইজার মেশিন। বুধবার থেকে শুরু হলো এই স্যানিটাইজ মেশিনের সুবিধা। কালিয়াচক থানা চত্বরে যে সমস্ত মানুষজন আসবে কিংবা কালিয়াচক থানায় যে সমস্ত পুলিশকর্মী ও সিভিক ভোলেনটিয়ারা রয়েছেন তাদের প্রতিদিন এই মেশিনের সাহায্যে স্যানিটাইজ হয়ে প্রবেশ করতে হবে থানায়। এর আগেই কোরোনা মোকাবিলায় কালিয়াচক থানা চত্বরে বসানো হয়েছিল থার্মাল স্ক্যানিং সহ হাত ধোয়ার ব্যাবস্থা। এখন পর্যন্ত কালিয়াচকের করোনা আক্রান্তের সংখ্যা ২৭। করোনা ভাইরাস মোকাবেলায় রাতদিন এক করে মানুষের পাশে দাঁড়িয়ে চলেছেন কালিয়াচক থানার আইসি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকগন। থানা চত্বরে বিভিন্ন কাজ নিয়ে ২৪ ঘন্টায় যাওয়া-আসা করতে আসে এলাকার সমস্ত মানুষজন। এর সাথে কালিয়াচক থানায় কর্তব্যরত পুলিশ কর্মী ও থানায় আশা সাধারণ মানুষের কথা চিন্তা করে কালিয়াচক থানার তরফে থানার সামনে বসানো হলো অল বডি স্যানিটাইজিং মেশিন।
এদিন এই অল বডি স্যানিটাইজিং মেশিন উদ্বোধন করেন কালিয়াচক থানার আইসি আশিস দাস , উপস্থিত ছিলেন কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান সহ পুলিশ আধিকারিকগন।