রাজ্য তথা সারা দেশে চলছে লকডাউন।কিন্ত বেশীরভাগ জায়গায় অনেকেই বিধি নিষেধ মানছেন না।আর তাই লকডাউনে এবার আরও আঁটসাঁটো ব্যবস্থা করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ প্রশাসন।এমনকি, মালদা শহরের প্রবেশ করার প্রধান রাস্তাগুলি যেমন মালদা শহরের রথবাড়ি, ৩২০ মোর, আইটিআই কলেজ মোড় , গৌড়রোড,নেতাজী মোড়, সাহাপুর দ্বিতীয় সেতু রাস্তাগুলি ইংরেজবাজার শহরের ঢোকার প্রধান প্রবেশদ্বার । আর সেইসব রাস্তায় পুলিশি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানে প্রতিনিয়ত চলছে পুলিশের কড়া নজরদারি । করোনা সংক্রমণ রুখতে পুলিশ এবং প্রশাসন কড়া হাতে এবার মাঠে নেমেছেন বলেই মত স্থানীয়দের। মালদার পুলিশ প্রশাসনের এই নয়া ব্যাবস্থার প্রশংসা এখন সবার মুখে মুখে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp