এক ঝলকেদক্ষিণবঙ্গনদিয়া
করোনা যোদ্ধা হিসাবে সম্বর্ধনা কৃষ্ণনগর পুলিশকে

কৃষ্ণনগর: করোনা যুদ্ধে চিকিৎসক থেকে শুরু করে পুলিশ, সাফাই কর্মী, গাড়ির চালক সকলেরই ভূমিকা ছিল প্রশংসনীয়। করোনাকে হারাতে পুলিশ যে ভাবে নিজেদের উৎস্বর্গ করেছে সে কথা মাথায় রেখে এবার তাদের সন্মান জানাতে এগিয়ে এলো কৃষ্ণনগর পৌরসভার বিদায়ী কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠন। কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের কোতোয়ালি থানায় আইসি রক্তিম চ্যাটার্জী সহ কৃষ্ণনগর মহিলা থানার ও সকল পুলিশ কর্মীদের গোলাপ ফুল, উত্তরীয়, স্যানিটাইজার, মাস্ক এবং কেক দিয়ে সংবর্ধিত করা হলো।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp