উঃ ২৪ পরগনাএক ঝলকেদক্ষিণবঙ্গ
করোনা যুদ্ধে শহীদ হলেন বসিরহাটের পুলিশ কর্মী

বসিরহাট: বসিরহাট জেলা পুলিশের বছর পঁয়তাল্লিশের পুলিশ আধিকারিক এএসআই হাসান ফকির করোনায় আক্রান্ত হয়ে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। একদিকে করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা অন্যদিকে লকডাউনে নিয়ন্ত্রণে রাখা। সবক্ষেত্রেই যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ঐ পুলিশ আধিকারিক। মঙ্গলবার রাতে তাকে বারাসাতের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানেই বুধবার তার মৃত্যু হয়। পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp