এক ঝলকেকলকাতাদক্ষিণবঙ্গ
করোনা মোকাবিলায় চেকপোস্টে চেকিং
পশ্চিমবঙ্গে চলছে লকডাউন । করোনা সংক্রমণ ঠেকাতেই রাজ্য সরকারের এই নির্দেশ। করোনার আগ্রাসন রুখতে পশ্চিমবঙ্গ- ঝাড়খণ্ড সীমানার ডুবুডি চেকপোস্টে চলছে পুলিশের কড়া নজরদারি। দু নম্বর জাতীয় সড়কে অবস্থিত এই ডুবুডি চেকপোস্ট দিয়েই প্রতিদিন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে চলাচল করে প্রচুর গাড়ি। সাপ্তাহিক এই লকডাউনের প্রথম দিনেই সেখানে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ। এ রাজ্যে আসা সমস্ত গাড়িতে চলছে চেকিং।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp