এক ঝলকেদক্ষিণবঙ্গনদিয়া
করোনা- আম্ফানে আক্রান্ত আদিবাসীদের পাশে দাড়ালো পুলিশ

আবারও মানবিক পুলিশ। লকডাউনের মাঝে আবারও দুস্থদের পাশে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ এর আদিবাসী পাড়ায় সোমবার পুলিশের তরফে ২৫০ জন আদিবাসীকে খাদ্যসামগ্রী পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন ওসি রাজসেখর পাল নিজে। এদিনের খাদ্য তালিকায় ছিল ভাত, ডিম ও ছোলা সয়াবিন আলুর তরকারি। পুলিশের ভুমিকায় খুশি এলাকাবাসী।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp