এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
করোনা আতঙ্কের মধ্যেই জখম এক ফুটবলারের

করোনা আতঙ্কের মধ্যেই জখম ৮ বছরের এক ফুটবলারের। নাম অভিজিৎ মুখার্জি। তাকে বারুইপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে বৃহস্পতিবার আউটডোরে চিকিৎসার জন্য উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর বারুইপুর থানায় যোগাযোগ করা হলে, তারা তৎখনাত চম্পাহাটি স্বাস্থমেলা ওয়েল ফেয়ার কমিটির সাথে যোগাযোগ করেন। ওই ওয়েল ফেয়ার কমিটি, সেই শিশুটির চিকিৎসার সবরকম ব্যাবস্থা করেন। ওইদিন রাত ৯ঃ৩০ এ সম্পুর্ন সুস্থ হয়ে বাড়ি ফেরে শিশুটি। শ্রী প্রসেনজিৎ মিস্ত্রি কে বিশেষ ধন্যবাদ শিশুটির চিকিৎসায় পাশে থাকার জন্য।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp