করোনার বিরুদ্ধে লড়াইয়ে কঠোর থেকে কঠোরতর হচ্ছে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ

কঠোর থেকে কঠোরতর হচ্ছে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের প্রতিটি থানা। করোনা আবহে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করে চলেছে পুলিশ তাতে প্রশংসার দাবি রাখে। বিপন্ন মানুষের মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে রাস্তায় মাস্ক না ব্যবহার করা, পথচলতি মানুষকে শাসন এমনকি সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দিয়ে মারণ ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা প্রতিনিয়ত দিচ্ছে। শুধু তাই নয় লকডাউন ২ চলাকালীন মাস্ক না ব্যবহার করায় গত তিন মাসে ২ হাজার জনকে গ্রেফতার সহ ইতিমধ্যেই ৩০০ টি মামলা রুজু করা হয়েছে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট এর অধীনে প্রতিটি থানা এলাকায়। মানুষকে সচেতন করতে পুলিশের এই অভিযান চলবে বলে জানিয়েছেন কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট সুপার জাফর আজমল কিদোয়াই। শুধু তাই নয়, পুলিশ সুপারসহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের প্রতিটি থানা এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছেন মানুষকে সচেতন করতে। যারা মাক্স ব্যবহার করছেন না তাদের জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়েছে। এর পরেও যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শুরু করেছে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক।