
নদীর জলে তলিয়ে গেল পঞ্চম শ্রেণীর ছাত্র।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডাঙ্গাপড়ার করলা নদীতে। জানা গিয়েছে,রবিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে হা-পা ধুতে নদীতে নেমেছিল ওই কিশোর। সেই সময় তলিয়ে যায় কিশোরটি। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ সহ উদ্ধারকারি দল। নদীতে নেমে তল্লাশি শুরু করে উদ্ধারকারী দল।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp