এক ঝলকেঝাড়গ্রামদক্ষিণবঙ্গ
ওটি থেকে পালানোর চেষ্টা রোগীর

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ওটি থেকে পালানোর চেষ্টা রোগীর। কার্নিশে ঝুলন্ত অবস্থায় হাসপাতালের সিকিউরিটি কর্মীরা তাকে প্রাথমিক ভাবে অাটকে রাখে। পরে দমকল এসে তাকে উদ্ধার করে। চিল্কিগড়ের বাসিন্দা সুদর্শন দন্ডপাঠের হাতের ওটি হওয়ার কথা ছিল। ওটি রুমে ঢোকার পর সে আতঙ্কিত হয়ে পড়ে। সুযোগ পেয়ে জানলা দিয়ে কার্নিশে চড়ে পাইপ বেয়ে নিচে নামতে থাকে সে। সেখানেই হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাকে অাটকায়। হাসপাতালের সুপার ঘটনার কথা স্বীকার করে নেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp