KOLKATA WEATHER
উঃ ২৪ পরগনা

একই বাড়ির সাতজনকে পুড়িয়ে মারার চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে টিটাগড়ে

নিউজ ডেস্ক ; একই পরিবারের সাতজন সদস্যকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার অন্তর্গত নীলগঞ্জ এলাকার বড়ো কাঁঠালিয়া অঞ্চলের মাঝেরপাড়ার বাসিন্দা গীতা মণ্ডল ও সুজয় মণ্ডলের বাড়িতে। রাত আড়াইটে নাগাদ দুষ্কৃতীরা হানা দেয় তাঁদের বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝরাতে আচমকাই দুষ্কৃতীরা মণ্ডল বাড়ির বাইরে থেকে পুরো বাড়িতে কেরোসিন তেল ঢেলে দেয় ও সাইকেলের টাওয়ার জ্বালিয়ে বাড়ির রান্নাঘরে আগুন জ্বালিয়ে দেয়।এবং তার পরেই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় । পোড়া গন্ধ পেয়ে ঘূম ভেঙে যায় মণ্ডল দম্পতির।তারা বাইরে বেরিয়ে দেখে যে বিধ্বংসী আগুনে তাঁদের ঘরবাড়ি দাউ দাউ করে জ্বলছে। বাড়ির বাইরে বেড়োতে গেলে তারা দেখে বাইরে থেকে দরজা আটকানো রয়েছে।দিশেহারা অবস্থায় তারা প্রতিবেশীদের ফোন করে সাহায্যের জন্য মিনতি করতে থাকেন।খবর পাওয়া মাত্রই প্রতিবেশীরা ছূটে এসে বাড়ির দরজা খুলে তৎক্ষণাৎ অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গীতা মণ্ডল ও সুজয় মণ্ডলকে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের দাবি, এর আগে এমন ধরনের ঘটনা ঘটেনি এবং গীতা দেবী ও তাঁর স্বামী সুজয়সহ পরিবারের প্রত্যেকেরই এলাকায় যথেষ্ট সুখ্যাতি রয়েছে। তাঁদের সঙ্গে কারোরই কোনও শত্রুতা নেই।অভিযুক্তরা এখনও পলাতক।তাও এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগসাজশ রয়েছে কিনা তাঁর তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close