
জলপাইগুড়ি: বুধবার সকালে নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চাবাগান এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে নাগরাকাটা থানার পুলিশ।মৃত যুবকের নাম মিঠুন বর্মন।বাড়ি বিন্নাগুড়ির এথেল এলাকায়।সেখানেই তার শ্বশুর বাড়িতে সে থাকত।গত দুই সপ্তাহ যাবৎ চাবাগানের চার নম্বর সেকশনে তার দিদার বাড়িতে এসে উঠেছিল মিঠুন।এদিন সকালে তার দিদা এলাকার নদিতে স্নান করতে যান এবং নটা নাগাদ ফিরে এসে দরজা ভিতর থেকে বন্ধ পাওয়ায় সন্দেহ করেন।এরপরই প্রতিবেশিদের ডেকে দরজা খুলে তার নাতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানিয়েছেন নাগরাকাটা থানার ওসি শ্রীযুক্ত সঞ্জু বর্মন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp