KOLKATA WEATHER
এক ঝলকেহুগলি

ঈদ উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপদানি এলাকায় সিসিটিভি ক্যামেরা

 

হুগলী :- আগামীকাল ইদুজ্জহা । অর্থাৎ মুসলিম সম্প্রদায়ে মানুষদের কাছে একটি বড় উৎসব। সেই উৎসবের সম্পূর্ণ শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেই এবার চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন চাঁপদানি ফারি থানার পুলিশ ওই এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর বন্দোবস্ত করলো। পুলিশ সূত্রে খবর , এদিন ওই এলাকায় প্রায় ২০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। কারণ , ওই এলাকায় সব সম্প্রদায়ে মানুষেরই বসবাস। তাই ওই এলাকায় পুলিশের নজর সর্বদাই। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে , শুধু যে উৎসবের শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশের এই উদ্যোগ তা নয়। ওই এলাকাকে সারাবছর যাতে সঠিক নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলে সেখানকার সকল বাসিন্দাদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা যায় তাই এই উদ্যোগ।

প্রসঙ্গত , স্থানীয় এক বাসিন্দা জানান , ওই এলাকায় আগেও বেশ কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিলো। কিন্তু সেগুলো বর্তমানে খারাপ হয়ে যাওয়ায় এলাকায় চুরি চামারির প্রভাব বেড়েছে।
পুলিশ সূত্রে খবর , ওই এলাকায় খারাপ হয়ে যাওয়া সিসিটিভি ক্যামেরা গুলি যত তাড়াতাড়ি সম্ভব তারা বদল করে নতুন ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close