
কোচবিহার :- কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোচবিহার রাজার সেনাপতি বীর চিলা রায় সাহেবের নামে শুরু হলো চিলারায় পাঠাগার। রবিবার দুপুরে কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে প্রথম পঠন-পাঠন শুরু হয়।কোচবিহার জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকার বলেন,জীবনে প্রতিষ্ঠিত হতে যুবসমাজকে সাহায্য করার জন্য কোচবিহার জেলা পুলিশের এটি একটি বিশেষ উদ্যোগ।নাম নথিভুক্ত করার জন্য নিকটবর্তী পুলিশ স্টেশনে দুটি পাসপোর্ট সাইজের ফটো আর উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট এর জেরক্স কপি জমা করতে হবে। প্রতিটি থানার আওতায় এই বিশেষ ক্লাস হবে। সাপ্তাহিক লিখিত পরীক্ষা প্রস্তুতি ক্লাস, সাপ্তাহিক শারীরিক ট্রেনিং ক্লাস, ব্যক্তিত্ব বিকাশের প্রস্তুতি, এবং ইন্টারভিউ মোকাবিলা করার মানসিক দক্ষতা দেওয়া হবে এই পাঠশালায়। সন্তোষ বাবু বলেন,বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ব্যক্তিত্ব বিকাশ না থাকার কারণে অনেক প্রতিভা হারিয়ে যায়, আমরা জেলা পুলিশের তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছে যার মাধ্যমে যেকোনো পরীক্ষায়, ইন্টারভিউতে যুবসমাজ সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারে। বর্তমানে কোতোয়ালি থানা, তুফানগঞ্জ দিনহাটা মাথাভাঙ্গা মেখলিগঞ্জ মহকুমা থানা গুলিতে 30 টি করে আসন সংরক্ষিত রয়েছে প্রথম ব্যাচের জন্য। শুধুমাত্র পুন্ডিবাড়ি থানায় কুড়িটি আসন বরাদ্দ করা হয়েছে। আগে আবেদন জানালে আগে জায়গা পাবে। ইতিমধ্যেই প্রায় আড়াই হাজার আবেদনপত্র জমা পড়েছে বিভিন্ন থানা মিলিয়ে।