আসানসোলে খোলা ট্রান্সফরমারের স্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

আসানসোল:- বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির । ঘটনাটি আসানসোলের 49 নম্বর ওয়ার্ডের লোয়ার চেলিডাঙা এলাকায় ।স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারপুরের বাসিন্দা এমডি মতিন পেশায় রং মিস্ত্রি |আজ সকালে যেখানে রং এর কাজ করছিলো সেখানে পাশেই একটি বিদ্যুতের খোলা ট্রান্সফরমার ছিল । অসাবধানতাবসত, সেই খোলা ট্রান্সমিটারের স্পর্শে আসেন মতিন বাবু আর তাতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি |ঘটনার খবর যায় আসানসোল দক্ষিন থানার দক্ষিণ ফাঁড়ির পুলিশের কাছে।সাথে সাথে পুলিশ পৌছে আহত মতিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসাকরা এমডি মতিন কে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য |হাই ভোল্টেজের বিদ্যুতের ট্রান্সফরমার কি ভাবে খোলা অবস্থায় থাকে সেই নিয়ে উঠেছে প্রশ্ন??? ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। দোষীদের শাস্তি হবে, পুলিশের এই আশ্বাসে অবরোধ ওঠে।