KOLKATA WEATHER
এক ঝলকেদক্ষিণবঙ্গপূর্ব বর্ধমান

আসানসোলে খোলা ট্রান্সফরমারের স্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

 

আসানসোল:- বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির । ঘটনাটি আসানসোলের 49 নম্বর ওয়ার্ডের লোয়ার চেলিডাঙা এলাকায় ।স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারপুরের বাসিন্দা এমডি মতিন পেশায় রং মিস্ত্রি |আজ সকালে যেখানে রং এর কাজ করছিলো সেখানে পাশেই একটি বিদ্যুতের খোলা ট্রান্সফরমার ছিল । অসাবধানতাবসত, সেই খোলা ট্রান্সমিটারের স্পর্শে আসেন মতিন বাবু আর তাতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি |ঘটনার খবর যায় আসানসোল দক্ষিন থানার দক্ষিণ ফাঁড়ির পুলিশের কাছে।সাথে সাথে পুলিশ পৌছে আহত মতিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসাকরা এমডি মতিন কে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য |হাই ভোল্টেজের বিদ্যুতের ট্রান্সফরমার কি ভাবে খোলা অবস্থায় থাকে সেই নিয়ে উঠেছে প্রশ্ন??? ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। দোষীদের শাস্তি হবে, পুলিশের এই আশ্বাসে অবরোধ ওঠে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close