KOLKATA WEATHER
এক ঝলকেনাগরিকের ডাইরি

আশ্রয়হীন ভবঘুরে মানুষ গড়ে মানবতার নজির

গতকাল রাত্রি 12 টায়, লকডাউন সঙ্গে গভীর রাত জনশুন্য পরিবেশ, হঠাৎ দুজন ড্রাইভার খাবারের খোঁজ করতে করতে বিভিন্ন জায়গায় থেকে ফিরে শেষে বাঁকুড়া মাচানতলাতে উপস্থিত ৷ আমার নাইট-ডিউটি ছিল, ফলে আমার নজরে আসে। হঠাৎ মাথায় আসে ভবঘুরেদের আশ্রয়স্থলের কথা, ভাতের ব্যাবস্থা করতে গিয়ে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে আর খাবার বাড়েনি ৷
হতাশ হয়ে ফিরে আসবো এমন সময় ভবঘুরে ভিক্ষুকদের থেকে বলে উঠলো—
“বাবা…সকালের আমাদের ভাগের মুড়িগুলো ওদের দিয়ে দি? এতোদুর থেকে এসেছে, না খেয়ে আছে, ওদের দাও। সকালে আমাদের না খেলেও চলবে” ৷


সত্যি অবাক হয়ে গেলাম ৷ পুরুলিয়া থেকে গোবিন্দনগরে রুগি নিয়ে আসা তিনজন না খেতে পাওয়া মানুষদের যথাসাধ্য মুড়ি, শশা, লঙ্কার ব্যবস্থা করে দিল ভবঘুরেদের আশ্রয়স্থলে থাকা অসহায় অতীতে ভিক্ষাবৃত্তি করে জীবনকাটানো মানুষগুলো ৷

এই মহান মানসিকতার ও আন্তরিকতার পরিচয় দিলেন ভবঘুরে অসহায় মানুষগুলো ৷
#সত্যিইমানবতাআজ_মরেনি
#নিজেরাইক্ষুধার্থতবুওতিনজনেরক্ষুধা_নিবারন— সত্যিই নজির-বিহীন ঘটনা যা সমাজ ও মনুষ্যজাতিকে অনুপ্রাণিত করবে ৷
লেখকঃরাধা মাধব দাস

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close