এক ঝলকে
আর্থিক দুর্নীতির তদন্তে ইডি
নিউজ ডেস্ক: সার কোম্পানির আর্থিক কেলেঙ্কারি। রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি ইডির আধিকারিকদের।রাজস্থানের মুখমন্ত্রী অশোক গেহলতের ভাই অগ্রজ গেহলতের সার কোম্পানিতে কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ২০০৭ সালের ওই দুর্নীতির তদন্তে নামে ইডি।
রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
এদিকে, রাজস্থানের সার কোম্পানির আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সল্টলেকের এক ব্যবসায়ীর। বুধবার সল্টলেকের জিসি ব্লকে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সার কোম্পানির আর্থিক দুর্নীতির সঙ্গে সল্টলেকের ব্যবসায়ী কতটা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যাবসায়ীকে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp