এক ঝলকেঝাড়গ্রামদক্ষিণবঙ্গ
আমফান মোকাবেলায় ঝাড়গ্রাম পুলিশের অনবদ্য পদক্ষেপ

ঝাড়গ্রাম: ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা রাজ্য আমফানের ভয়াবহতাকে চাক্ষুষ করেছে। এই বিপর্যয়ের ফলে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে রাজ্যের। এই বিপর্যয় মোকাবেলায় ঝাড়গ্রাম জেলা পুলিশ তাদের ১ দিনের বেতনের টাকা কেন্দ্রীয় ডব্লিউবিপি ডব্লিউএএসএস-এর আমফান তহবিলে দান করে। এই তহবিলে তারা মোট ২১ লক্ষ ১৮ হাজার ৫৪৮ টাকা দান করেছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp