এক ঝলকেদক্ষিণবঙ্গবীরভূম
আমফান দুর্গতদের একদিনের টাকা দিল বীরভূম জেলা পুলিশ

আমফানে ক্ষতিগ্রস্থ সমস্ত মানুষদের সাহায্যে পাশে দাঁড়াল পুলিশ। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে আমফানে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারা। বীরভূম জেলা পুলিশের প্রত্যেক সদস্য তাদের একদিনের বেতন থেকে ক্ষতিগ্রস্থদের জন্য টাকা দিলেন তারা। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে মোট এগারো লক্ষ নয় হাজার ছয়শ টাকার একটি চেক প্রদান করে বীরভূম জেলা পুলিশ। করোনা যুদ্ধে মানুষের পাশে থাকা থেকে শুরু করে একের পর এক জনসেবা ও জনদরদী কাজ করে বারবার খবরে জায়গা করে নিয়েছে বীরভূম জেলা পুলিশ। আমফান ক্ষতিগ্রস্তদের নিজেদের একদিনের মাইনে দিয়ে তারা আবারও প্রমান করলো মানুষের পাশে থাকার, মানুষের সেবা করার কোন সুযোগই ছাড়তে নারাজ তারা। বীরভূম জেলা পুলিশের এহেন সদা মানবিক চেহারাকে কুর্নিশ আপামর পশ্চিমবঙ্গবাসীর।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp