উঃ ২৪ পরগনাএক ঝলকেদক্ষিণবঙ্গ
আমফানের প্রতিষেধক হিসাবে সবুজায়নের লক্ষে ব্যারাকপুর পুলিশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন উৎসব পালন করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আমফান পরবর্তী এই সময়ে সবুজায়নকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্য নিয়ে আজ ব্যারাকপুরের পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার ভার্মার নেতৃত্বে চারাগাছ লাগানোর কর্মসূচী পালন করা হয় সমগ্র অঞ্চল জুড়ে I
শ্রী ভার্মা জানিয়েছেন, “আজ ব্যারাকপুর কমিশনারেটের আওতাধীন সমগ্র অঞ্চল জুড়ে মোট এক হাজার পাঁচশো চারা গাছ রোপন করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে আরও দশ হাজার গাছ লাগানো হবে।” তিনি এই কাজকে সাফল্যমণ্ডিত করার জন্যে সকলকে এগিয়ে আসতে উৎসাহিত করেছেন I ইতিমধ্যেই সকল থানাগুলিকে এই নির্দেশও জারি করছেনI রোপন করা গাছগুলির সম্বৎসর দেখাশোনার জন্যে সকল থানাকে একটি করে বিশেষদল নির্বাচন করতে বলা হয়েছে ওই নির্দেশ নামাতে। পুলিশের ভুমিকায় খুশি এলাকাবাসী।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp