*আমফানের দাপটে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনিক বৈঠক বীরভূমে*

নিজস্ব প্রতিবেদন,বীরভূমঃ ঘূর্ণিঝড আমফানে দাপটে বীরভূম জেলার ৩০০ টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৬০০ টি বাড়ি
ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও বিপর্যয় মোকাবিলার জন্য গত মঙ্গলবার একটি প্রশাসনিক বৈঠক হয় বীরভূমের সিউড়ির জেলাশাসকের দপ্তরে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গদারা, পুলিশ সুপার শ্যাম সিং, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
দীর্ঘক্ষন বৈঠক চলার পর জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ জানান, জেলায় কোথায় কোথায় আমফানের প্রভাব পড়েছে, কোন কোন জিনিস সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি জানান,এই জেলায় আমফানের ফলে দুজনের মৃত্যু হয়েছে। তাদের
ক্ষতিপূরণের ব্যবস্থার বিষয়টিও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে। তিনি জানান,এছাড়াও ক্ষতিগ্রস্তদের সমস্ত দিক পর্যালোচনা করা হয়েছে এই বৈঠকে। পাশাপাশি তিনি এও জানান পরবর্তী দিনে আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী আরও একটি বড় ঝড় আসতে চলেছে, তার মোকাবিলা কিভাবে করা যাবে সেটিও পর্যালোচনা হয় এই বৈঠকে।