হুগলি
অসহায় মানুষের সহায় পুলিশ
হুগলি :দুবেলা দুমুঠো খাবারের সংস্থান নেই। নেই মাথা গোঁজার স্থায়ী আশ্রয়ও। লকডাউনে কাজ হারিয়ে বিপাকেও পড়েছেন অনেকে। এবার এঁদের পাশে দাঁড়ালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানা ও চাঁপদানি ফাঁড়ির পুলিশ কর্মী ও আধিকারিকরা। বুধবার সকালে ওই এলাকার প্রায় ২০০ জন অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তাঁরা। চাঁপদানি পুলিশ ফাঁড়ির সামনে থেকে বিলি করা হয়
খাদ্য সামগ্রী। পাশে পুলিশ দাঁড়ানোয় খুশি সহায় সম্বলহীন মানুষেরা। পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp