KOLKATA WEATHER
এক ঝলকেউত্তরবঙ্গদার্জিলিং

অসহায়ের সাথী পুলিশ

 

শিলিগুড়ি: অসহায় ও অভুক্ত এক বৃদ্ধাকে সাহায্য করলেন শিলিগুড়ির পুলিশ কর্মীরা। শনিবার এক বৃদ্ধা খাবারের খোঁজে হাজির হয় ভক্তিনগর ট্রাফিক গার্ডের অফিসে। লকডাউন এর কারণে বৃদ্ধার খাবার সংকট দেখা দেয়। সমস্ত ঘটনা শুনে ভক্তিনগর ট্রাফিক গার্ডের আইসি সুবীর দত্ত ও অন্য পুলিশ কর্মীরা বৃদ্ধার হাতে তুলে দিলেন বেশ কিছু খাবার এবং টোটোতে করে এক পুলিশকর্মীর সাথে বৃদ্ধাকে তার দশরথপল্লীর বাড়িতেও পাঠানোর ব্যবস্থা করা হয়।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close