
শিলিগুড়ি: শনিবার ভোর রাত থেকে একটানা বৃষ্টির সম্মুখীন হয় শিলিগুড়িবাসী। সকালে হিলকার্ট রোডে চলন্ত টোটোর ওপর বিশালাকার একটি গাছ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ কর্মীরা, টোটো চালককে সম্পূর্ণ সুস্থ অবস্থায় টোটো থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার পরেই কাছারী রোডের কাছে পুলিশের গাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। কাঁচের টুকরো ছিটকে গিয়ে লাগে সামনের আসনে বসা পুলিশকর্মীর হাতে ও পেটে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়িতে থাকা চালক সহ চার পুলিশ কর্মী।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp