
এ যেন পুরুষরূপী উর্দিধারী মা অন্নপূর্ণা। লকডাউন শুরু হওয়ার পর থেকেই তিনি গরিব অসহায় এর পাশে দাড়িয়েছেন। সবার মুখে অন্ন তুলে দিয়েছেন তিনি। তিনি আর কেউ নন, নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন। শুক্রবারও তার অন্যথা হলনা। এদিনও খাসবস্তি, ছাড়টন্ডু, মংরুপাড়া, গ্রাসমোড় সহ বিভিন্ন এলাকায় প্রায় ৭০০ দুঃস্থদের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দিলেন তিনি। খাদ্যের তালিকায় ছিল, মুরগির মাংস, বাধাকপির ঘন্ট, আলু ভাজা, এবং ডাল। ঠিক দুপুরের দিকে ভবঘুরেদের এই খাবারের প্যাকেট তুলেদেন ওসি সঞ্জু বাবু। সঞ্জু বাবুর এই উদ্যোগকে সকলেই স্বাগত জানিয়েছেন।সঞ্জু বাবুও জানিয়েছেন আগামী একমাস ধরে এভাবে দুঃস্থ ব্যক্তিদের খাদ্য সরবরাহ করে যাবেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp