।।পুলিশের ডাইরি।।

২০২০ সাল যেন আমাদের জীবনে অভিশাপের বন্যা বইয়ে দিচ্ছে । এটা আর কিছু নয়। আমাদের ঔদ্ধত্যের পরিনতি । এতদিন যে আমরা নির্বিচারে নিজেদের স্বার্থে প্রকৃতির উপর অত্যাচার করেছি, প্রকৃতি তা মুখ বুজে নীরবে সহ্য করেছে । কিন্তু এবার বোধহয় তার সহ্যের সীমা পেরিয়ে গেছে । অত্যাচারিত হতে হতে এবার নিশ্চয় তার মনে হয়েছে এটা দেখানো খুব দরকার যে অত্যাচারিত হওয়ার জ্বালাটা কতোটা কষ্টকর! যদি আপনি প্রকৃতির দিক থেকে বিচার করেন তবে আপনার গাটা রি রি করে জ্বলে উঠবে । আপনি বিউটি পার্লারে যান নিজেকে আরো সুন্দর করার জন্য। ফেসিয়াল করেন, আই ভ্রু প্লাক করেন আরো সুন্দর বা সুন্দরী হওয়ার জন্য । তাই তো ? কিন্তু এক সকালে উঠে দেখলেন এক আরশোলায় আপনার ভ্রুর খানিকটা খেয়ে নষ্ট করে দিয়েছে । কি প্রতিশোধ নেবেন তো ? আরশোলাটাকে মারবেন তো ? আর মারলে কি আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে ? নিশ্চয় না । আমরা আমাজন জ্বালিয়েছি, অস্ট্রেলিয়ায় বনভূমি পুড়িয়েছি, নির্বিচারে গাছ কেটেছি, সুন্দরবন ধ্বংস করেছি, জলাভূমি বুজিয়ে সভ্যতার বিকাশ ঘটিয়েছি, নিজেদের ব্যাংক ব্যালান্স বাড়িয়েছি । এককথায়, ওই আরশোলার মতো আমরা প্রকৃতির ভ্রুটাকে নিয়ে ক্রমাগত চাটাচাটি আর টানাটানি করে গেছি । আর আপনি যেভাবে আরশোলাটাকে মেরেছিলেন, ঠিক সেইভাবেই প্রকৃতি আজ আপনাকেও মানে আমাদের সবাইকে টিপে মারছে। এতে ওর কোনো দোষ নেই । দোষ ছিলো আমাদের যার প্রায়শ্চিত্ত আমাদের করতে হচ্ছে ।
মানুষের অসহায়তা আর চোখে দেখা যাচ্ছে না । নিরুপায় হয়ে সাহায্যের হাত খুঁজে বেড়াচ্ছে । করোনা নিয়ে ডাক্তার, পুলিশ, নার্স , সেবাকর্মীরা তো তটস্থ হয়েই ছিলেন । তার উপর আমফান । ধ্বংসের পাহাড়ে বসে আছেন লক্ষ লক্ষ দুর্গত মানুষ । আবার নাকি আসছে নিসর্গ ! জানি না দুর্গতি কোথায় গিয়ে দাঁড়াবে ! এইসময় সাহায্যের হাত না বাড়ালে আবার কখন বাড়াবেন ? সরকারী সাহায্য যা আসছে আসুক । ওতে আমার আপনার কোনো হাত নেই । কি পাবেন, কতোটা পাবেন, পাবেন কিনা সে উত্তরের আশায় বসে না থেকে যাদের সমর্থ আছে আসুন তারা নিজেরা উদ্যোগী হয়ে দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্যে হাত লাগাই । যে যে এলাকায় আমরা থাকি, সেই সেই এলাকাতেই আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি । পুলিশ জীবনের উপর দিয়ে উঠে গিয়ে ওদের পাশে দাঁড়িয়েছে, সেনা প্রানপাত করছে জনজীবন স্বাভাবিক করতে, দমকলকর্মীরা বিদ্যুতপৃষ্ট হয়ে মারা যাচ্ছেন । সমাজের প্রতিটি স্তরের কর্মীরা জীবন বাজি রেখে লড়ছেন এই দুর্যোগের মোকাবিলা করতে ।
আমরা সাধারন মানুষ । দল চিনি না, রঙ চিনি না । চিনি শুধু জীবনকে । আসুন আজ জীবনের জন্য জীবনের পাশে দাঁড়াই, যার যেটুকু সাধ্য আছে সেটুকু নিয়েই জীবনের আঙিনায় দলমত নির্বিশেষে বাঁচার আর বাঁচানোর তাগিদে । এই রাজ্য, এই দেশ, এই পৃথিবী আমাদের । ভাই হয়ে ভাইয়ের পাশে দাঁড়াই ????????
অসহায় আমি ভূলে গেছি আজ
ভেদাভেদ জাতপাত,
খিদে পেটে নিয়ে দিনটা কাটাই
আর তো কাটে না রাত!
রাজনীতি আজ ভূলে গেছি আমি
ভূলে গেছি রঙ দল,
তুমি কি জাতের ? কি দল করো
আজ এটা নিষ্ফল !
বুঝে গেছি আজ খিদের ভাতের
জাত হয় না কোনো,
সাহায্য দাও হাত বাড়িয়ে
নেই কোনো দোনোমোনো!
এগিয়েছে যারা দেবদূত হয়ে
পুলিশ কিংবা ডাক্তার,
নতজানু হয়ে সবারে জানাই
প্রণাম নমস্কার ????
( লেখক: তাপস , পশ্চিমবঙ্গ পুলিশের IC পদে কর্মরত)